New Update
/anm-bengali/media/post_banners/KC0cy6G5OBApD3dopgRQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ আইএসএল মরশুমের দ্বিতীয় ডার্বি। প্রথম ডার্বিতে একপেশে ভাবে হেরেছিল ইস্টবেঙ্গল। আজ মহা সম্মানের লড়াই দুই দলের কাছেই। কিন্তু ইস্টবেঙ্গলের কাছে আজকের চাপটা একটু বেশীই। একটা ম্যাচ বাদ দিয়ে পর পর ইস্টবেঙ্গল হেরে আসছে আইএসএল-এ। ইতিমধ্যে অধিনায়কত্বও ছেড়েছেন অরিন্দম। বদলে গিয়েছে কোচও। কিন্তু ইস্টবেঙ্গলের ভাগ্যের বদল কী হবে? উত্তর দেবে আজকের ম্যাচ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us