'মাটির সৃষ্টি' প্রকল্পের কাজ দেখতে এলেন জেলাশাসক

author-image
Harmeet
New Update
'মাটির সৃষ্টি' প্রকল্পের কাজ দেখতে এলেন জেলাশাসক

 হরি ঘোষ, পাণ্ডবেশ্বর: মঙ্গলবার পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় 'মাটির সৃষ্টি' প্রকল্পের কাজ পরিদর্শন করলেন জেলাশাসক বিভু গোয়েল । পরিদর্শন দলে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিডিও অভিষেক মিশ্র, মহকুমা শাসক শেখর কুমার চৌধুরী, এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা । নবগ্রাম কুমারডিহি সহ ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকায় প্রকল্পের কাজ তারা পরিদর্শন করেন । জেলাশাসক বিভু গোয়েল জানান মাটির সৃষ্টি এই প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী গতবছর ঘোষণা করেছিলেন । এক বছরে প্রকল্পের কাজ কতটা বাস্তবায়িত হয়েছে তা দেখায় আজকের পরিদর্শন । তিনি বলেন এই প্রকল্প টি তে পুকুর খনন, গাছের বাগান সহ একাধিক স্থায়ী সম্পদ গড়ে উঠেছে । প্রকল্পগুলির নির্মাণকাজে এলাকার প্রচুর মানুষের যেমন কর্মসংস্থান হয়েছে তেমনি স্থায়ী সম্পদ গুলি থেকে এলাকার মানুষ আর্থিকভাবেও উপকৃত হবে । গড়ে ওঠা সম্পদগুলোর রক্ষণাবেক্ষণের উপরে জোর দেওয়ার পরামর্শ দেন তিনি । পরিদর্শনের সময়  জেলাশাসক ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কয়েকটি জায়গায় নিজে হাতে বৃক্ষরোপণ করেন । প্রকল্পের কাজ দেখে জেলাশাসক সন্তোষ প্রকাশ করেন বলে স্থানীয়রা জানান ।