দুই ধাপে আয়োজিত হবে রঞ্জি ট্রফি!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুই ধাপে আয়োজিত হবে রঞ্জি ট্রফি!

নিজস্ব সংবাদদাতাঃ করোনার ধাক্কায় গত বছর বাতিল হয়েছিল রঞ্জি ট্রফি। এ বছরও ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে, স্থগিত হয়েছিল ঘরোয়া ক্রিকেট। তবে এবার অপেক্ষার অবসান। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, দুই পর্বে টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে বোর্ড। এবার সেই খবরে সিলমোহর দিলেন খোদ বিসিসিআই  সেক্রেটারি জয় শাহ। তিনি জানিয়ে দিলেন, প্রথম পর্বে হবে লিগের খেলা এবং দ্বিতীয় পর্বে হবে নকআউট খেলা। জয় শাহ বলেন, “দুই ভাগে রঞ্জি ট্রফি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রথম ভাগে আমরা ঠিক করেছি লিগের খেলা হবে। এবং জুন মাসে হবে নকআউট পর্বের খেলা।”  তবে কবে থেকে শুরু হবে রঞ্জি তা নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি বিসিসিআই। ক্রিকেট মহলের মতে, আইপিএলের আগে রঞ্জির গ্রুপ পর্বের ম্যাচগুলি হতে পারে। এবং আইপিএলের পর নকআউট পর্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।