নিজস্ব প্রতিনিধি-ভবানী ভবন এর পিছনে সরকারি অফিস থেকে দেহ উদ্ধার।শৌচাগার লাগোয়া বারান্দা থেকে উদ্ধার মৃতদেহ। মৃত ওই ব্যক্তি কুদঘাট এর বাসিন্দা বলে জানা গেছে।২৬ শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সেই ব্যক্তি। অস্বাভাবিক মামলায় নিখোঁজ এর মামলা রজু করা হয় পরিবারের পক্ষ থেকে।