New Update
/anm-bengali/media/post_banners/jXWDMzlMbYQVHku9uYCq.jpg)
রাহুল পাসওয়ান, আসানসোলঃ আসানসোল চাঁদমারী কলোনির রেলের আবাসন খালি করার নোটিশ দেওয়া কে ঘিরে চাঞ্চল্য এলাকায়। আজ সকালে রেলের আধিকারিকরা রেল আবাসনে বসবাসকারী লোকেদের বাড়ি গিয়ে আবাসন খালি করে দেওয়ার নোটিশ দিয়ে এক কাগজে সাইন করিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে প্রাক্তন কাউন্সিলার সি কে রেশমা ঘটনাস্থলে পৌঁছান এবং আধিকারিকদের সাথে কথা বলেন। রেলের অধিকারিকদের কাছে আবেদন করেন রেলের আবাসনে যে সকল মানুষ রয়েছে তাদের পুনর্বাসন দিয়ে নোটিশ দেওয়া হোক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us