চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত!

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যপাল ইস্যুতে চাপ বাড়াচ্ছে তৃণমূল। রাজ্যসভার মতোই বিধানসভাতেও নিন্দা প্রস্তাব আনার পরিকল্পনা করছে তারা। আসন্ন বিধানসভা অধিবেশনে এই নিন্দা প্রস্তাব আনা হতে পারে বলে সূত্রের খবর। এর আগেও বিভিন্ন রাজ্যের বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এসেছে। এবার বাংলাতেও সেই ঘটনা দেখা যেতে পারে বলেই সূত্রের দাবি। তৃণমূল সূত্রে খবর, বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে পারেন তাঁদের বিধায়করা। রাজ্যপালের সঙ্গে সম্প্রতি রাজ্যের সম্পর্ক অনেকটাই তিক্ত হয়েছে। সূত্রের দাবি, রাজ্যপালের ইদানিং যে গতিবিধি তা বিধানসভার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। একই সঙ্গে বিধানসভার সঙ্গে রাজভবনের সম্পর্কের যে ঐতিহ্য, সেই গরিমাও নষ্ট করছে বলে মনে করছে সরকার পক্ষ।