নিজস্ব সংবাদদাতাঃ সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে আগামী ৩০ জানুয়ারি সর্বদলীয় বৈঠক-এর ডাক দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বৈঠকে বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব দলের সমর্থন চাওয়া হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, স্পিকারের সভাপতিত্বে সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।