New Update
/anm-bengali/media/post_banners/5r6brxkuMgEEN69DwQ8O.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ
বিধানসভা ভোটের আবহে উত্তপ্ত পাঞ্জাব প্রদেশ। বিএসএফ একটি এনকাউন্টারে গুরদাসপুরের চান্দু ওয়াদালা পোস্ট থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ ৪৭ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে। এই এনকাউন্টারে আহত হয়েছেন এক জওয়ানও বলে জানিয়েছেন বিএসএফ-এর ডিআইজি। জানা গিয়েছে, শুক্রবার পাঞ্জাবের গুরদাসপুর জেলায় ভারত-পাক সীমান্তে পাকিস্তানি পাচারকারীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় এক বিএসএফ জওয়ান আহত হন এবং বাহিনীটি ৪৭ কেজি হেরোইন, দুটি পিস্তল এবং কিছু গোলাবারুদ উদ্ধার করে বলে পুলিশ জানিয়েছে। চান্দু ওয়াডালা সীমান্ত চৌকির অন্তর্গত একটি এলাকায় ভোর ৫ টা ১৫ মিনিটে এই ঘটনাটি ঘটে। গুরদাসপুরের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ নানক সিং জানিয়েছেন, ৪৭ কেজি হেরোইন, দুটি পিস্তল, কিছু তাজা গোলাবারুদ এবং সাত প্যাকেট আফিম উদ্ধার করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us