হিন্দুত্বে শান! মাঠে শাহ-রাজনাথ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হিন্দুত্বে শান! মাঠে শাহ-রাজনাথ


নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম উত্তরপ্রদেশে ভোটের ঠিক দু’সপ্তাহ বাকি। তার আগে মরিয়া চেষ্টা হিসাবে জাঠ নেতাদের মন জয়ে সর্বাত্মক ভাবে মাঠে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব। তবে গলার কাঁটা পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ সমাজ। সম্প্রতি জাঠ নেতাদের সঙ্গে অমিত শাহের বৈঠকের পরেই রাজপুত নেতা রাজনাথ সিংহকে জাঠেদের মন জয়ে মাঠে নামালেন বিজেপি নেতৃত্ব।