/anm-bengali/media/post_banners/h7596R73aOunoEpErQYL.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ যতদিন এগোচ্ছে ততই ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠছে ইয়েমেনের। এখানে প্রতি ৫ মিনিটেই একটি শিশুর মৃত্যু হচ্ছে, সাম্প্রতিক এক রিপোর্টে এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।এ বিষয়ে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের তরফে জানানো হয়েছে যে, এই মুহূর্তে দেশের অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ হাসপাতালে পরিষেবা দেওয়ার ব্যবস্থা নেই। প্রশ্ন উঠছে ঠিক কী কারণে ইয়েমনে এই পরিস্থিতি? জানা গিয়েছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের আগ্রাসন ও অবরোধের কারণে দেশে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সৌদি জোটের আগ্রাসনের কারণেই মোট ৫২৭টি হাসপাতাল আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলেও জানা গিয়েছে।প্রতিবছরই এমন পরিস্থিতির মুখোমুখি হয় ইয়েমেন। সেখানে অন্তত আট হাজার নারী মারা যাচ্ছে এবং ২ কোটি ৬০ লাখ শিশু মারাত্মক অপুষ্টির শিকার। পাশাপাশি তিনি এও জানান যে, ইয়েমেনে ৩ হাজারেরও বেশি শিশু নানা ধরণের শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। যার মধ্যে হার্টের সমস্যা অন্যতম।
আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=6264/ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=6271
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us