নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারে বিজেপির জেলা কমিটিতে দলত্যাগী নেতা! আইনি পদক্ষেপের হুমকির পর তড়িঘড়ি নতুন সহ সভাপতি ঘোষণা। জেলা কমিটিতে সহ সভাপতি হিসেবে নাম ছিল ভাস্কর দে-র। গতবছর জুন মাসেই বিজেপি ছাড়েন ভাস্কর। আইনি পদক্ষেপের হুমকির পরই তড়িঘড়ি বৈঠকে বিজেপি নেতৃত্ব। ভাস্করের জায়গায় সেলিম লামার নাম সহ সভাপতি ঘোষণা। আইনি নোটিসের মোকাবিলা আইনি পথেই, দাবি বিজেপি নেতৃত্বের।