New Update
/anm-bengali/media/post_banners/Jdtd4YYrxlYvlEgFqIYz.jpg)
নিজস্ব প্রতিনিধি-সোনামুড়ায় বৈঠক করেন,সুদীপ রায় বর্মণ।এবং সেখানে তিনি বলেন, "আমরা ঠকেছি রাজ্যের মানুষ ঠকেছে, বহু বছর পিছিয়ে গেছি।আমাদের আবার নতুন করে শুরু করতে হবে "। মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন,"ভয় ভীতি প্রদর্শন করে মানুষকে দাবিয়ে রাখার যে প্রচেষ্টা তাকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে। চেয়ারম্যান নির্বাচনের সময় মেজরিটির কথা শুনবে না টিকিট দেওয়ার সময় কমিশন নেবে টাকা নেবে,স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে নির্বাচনগুলিতে।মানুষ দমবন্ধকর পরিবেশ থেকে বেরিয়ে আসতে চাইছে,মানুষ এটাও চায়না ওল্ড ওয়াইন নিউ বোটল "।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us