বিহারে বিষমদ কাণ্ডে মৃত্যু ৫ জনের!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিহারে বিষমদ কাণ্ডে মৃত্যু ৫ জনের!

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার সাধারণতন্ত্র দিবসে ‘পার্টি’ করতে গিয়ে ফের বিষমদের বলি হলেন বিহারের বক্সার অঞ্চলের ৫ জন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৩ জন। জানা গিয়েছে, ”২৬ জানুয়ারির রাতে ওই ৮ জন মদের পার্টি করছিলেন। এরপর মাঝরাতে সকলেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ৫ জনের মৃত্যু হয়। বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।” গ্রামের এক বাসিন্দার কাছ থেকে ওই বিষমদ কিনেছিলেন। মদ এই গ্রামেই তৈরি হয়। তবে এই দাবি উড়িয়ে দিচ্ছেন এলাকার পুলিশ সুপারিটেন্ডেন্ট। তিনি জানিয়েছেন, " পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সবদিক খতিয়ে দেখে তবেই এ প্রসঙ্গে কিছু বলা সম্ভব হবে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।"