টোটোর সঙ্গে স্কুটির সংঘর্ষে মৃত্যু রেশন ডিলারের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
টোটোর সঙ্গে স্কুটির সংঘর্ষে মৃত্যু রেশন ডিলারের

নিজস্ব সংবাদদাতাঃ   টোটোর সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে  মৃত্যু হল এক রেশন ডিলারের। বুধবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই রেশন ডিলারের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুখরঞ্জন দাস । তাঁর বাড়ি বামনগোলা ব্লকের মহেশপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বুধবার বন্ধু-বান্ধবদের সঙ্গে মারুতি করে বামনগোলা ব্লকের মদনাবতীতে পিকনিক করতে গিয়েছিলেন সুখরঞ্জন দাস। পিকনিক শেষে সন্ধ্যার সময় ওই মারুতিতে না ফিরে তিনি একটি স্কুটি করে বাড়িতে ফিরছিলেন। মহেশপুর গ্রামে বাড়ির কাছেই উল্টো দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে তার স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম হন তিনি। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মোদিপুকুর হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।