ওমিক্রন-মোকাবিলায় বুস্টার ডোজ, ক্লিনিক্যাল ট্রায়াল শুরু মডার্নার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ওমিক্রন-মোকাবিলায় বুস্টার ডোজ, ক্লিনিক্যাল ট্রায়াল শুরু মডার্নার

নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন ভ্যারিয়েন্ট  মোকাবিলায় এবার বুস্টার ডোজ। বুস্টার ডোজের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে আমেরিকার  ওষুধ প্রস্তুতকারক ও বায়োটেকনোলজি সংস্থা মডার্না।  এই ট্রায়ালে যোগ দিচ্ছেন মোট ৬০০ প্রাপ্তবয়স্ক। যা আমেরিকার ২৪টি জায়গায় চলবে। ওমিক্রনের হাত ধরেই অতিমারি বিদায় নেবে বলে আশাবাদী বিজ্ঞানীদের একাংশ। যদিও চরিত্র বদল করে ফের করোনা ভয়ঙ্কর ভাবে থাবা বসাতে পারে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এমন পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে নারাজ টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি।