নিজস্ব সংবাদদাতাঃ ব্যাপক হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে দক্ষিণ ভারতে। কেরলে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৭৭১ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ লক্ষ ৭৪ হাজার ৮৫৭-এ বেড়ে দাঁড়াল। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৪০ জনের, এই নিয়ে মোট মৃতের সংখ্যা ৫২ হাজার ২৮১-তে বেড়ে দাঁড়াল। তামিলনাড়ুতেও একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৯৭৬ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষ ২৪ হাজার ২৩৬-এ বেড়ে দাঁড়াল।