New Update
/anm-bengali/media/post_banners/BTT3zUJMBjhLjm2aVumA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভরা মাঘেও শীতের আরাম নেই। বৃহস্পতিবার সকালেও মুখ ভার আকাশের। শিরশির করে বইছে হিমেল হাওয়া। হাওয়া অফিস বলছে, শীত ফিরছে ঠিকই, কিন্তু ধীর গতিতে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আরও একটি ঝঞ্ঝার কোপে ও বঙ্গোপসাগরে প্রচুর জ্বলীয় বাষ্প তৈরি হওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us