নতুন মুখ কোথায় ?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নতুন মুখ কোথায় ?

নিজস্ব প্রতিনিধি-২০২২ শুরু হয়ে গেছে। আর এক বছর পরেই ২০২৩ তথা ত্রিপুরা বিধানসভা নির্বাচন।কিন্তু প্রশ্ন হচ্ছে শাসকদলের বিপরীত দল সি পি আই এম-এ নতুন মুখ কোথায় ?সেই নিয়েই প্রশ্ন উঠছে দলের মধ্যে। দীর্ঘ ২৫ বছর ধরে রাজত্ব চালালেও নতুন মুখ সামনে আসেনি। রাজ্য সিপিআইএম সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ইতিমধ্যেই চেষ্টা করছেন দলের নতুন মুখ দের সামনে নিয়ে আসার জন্য।