গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ

নিজস্ব সংবাদদাতাঃ ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আবারও বাড়ল সংক্রমণ। স্বাভাবিকভাবেই পজিটিভিটি রেটও বেড়েছে কিছুটা। যা উদ্বেগ বাড়াচ্ছে প্রায় সকলেরই। তবে সামান্য কমল মৃতের সংখ্যা। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৪,৪৯৪ জন। আজকের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৯৬৯ জন। অর্থাৎ কালকের তুলনায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। আজ রাজ্যে করোনা সংক্রমিত সক্রিয় রোগীর সংখ্যা ৬৭,৩৬৯ জন। যা গতকালের তুলনায় ১২,৭৯৯ জন কম।  রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। গতকাল মৃতের সংখ্যা ছিল ৩৬। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ২০,৪৪৫ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৫.৫৬ শতাংশ।