New Update
/anm-bengali/media/post_banners/vdjz4YvEWeO8lBjFNbEq.jpg)
হাবিবুর রহমান, ঢাকা: ঢাকায় ভারতীয় হাইকমিশনে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। বুধবার সকাল ৯টায় ঢাকার বারিধারার ভারতীয় চ্যান্সেরি কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চ্যান্সেরি ভবন প্রাঙ্গণে ভারতের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে যোগ দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার জাতীয় পতাকা উত্তোলন শেষে ভারতের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন। করোনাভাইরাসের মধ্যেও প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য হাইকমিশনার সবাইকে ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ও করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us