নিজস্ব সংবাদদাতাঃ প্রজাতন্ত্র দিবসে বাইক রেষারেষি জেরে পথ দুর্ঘটনায় জখম ৩। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে ডোমজুড়ের পাকুড়িয়া ব্রিজের ওঠার মুখে। গড়িয়ার কালিতলা এলাকার ছয় যুবক কোলাঘাটের এক রেস্তোরাঁয় খাওয়া-দাওয়ার পর বাড়ি ফেরার সময় তাদের দুটি বাইকে রেষারেষি কারণে দুর্ঘটনায় কবলে পড়েন। রক্তাক্ত অবস্থায় দুই যুবক প্রসেন হালদার ও প্রীতম পৈলানকে ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা উদ্ধার করে প্রথমে কোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করেন।