নিজস্ব সংবাদদাতা : রেলের পরীক্ষায় অনিয়মের অভিযোগ। প্রতিবাদে ট্রেনে ভাংচুর চালালো পরীক্ষার্থীরা। এমনকি ট্রেনে আগুনও ধরিয়ে দেওয়া হয়। বিহারের গয়ায় এই ঘটনার ক্রমেই চড়ছে পারদ। খবর পয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গয়ার এসএসপি আদিত্য কুমারের জানিয়েছেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তারা এটিতে (কোচ/ট্রেন) আগুন দিয়েছে, আমরা তাদের কয়েকজনকে চিহ্নিত করেছি। আমরা শিক্ষার্থীদের বলতে চাই, তারা যেন কারো দ্বারা প্রভাবিত না হয় এবং সরকারি সম্পত্তির ক্ষতি না করে। বিষয়টি খতিয়ে দেখার জন্য সরকার একটি কমিটি গঠন করেছে।" প্রতিবাদকারীদের অভিযোগ, সিবিটি২ পরীক্ষার তারিখ জানানো হয়নি। রেলওয়ে পরীক্ষার কোন আপডেট নেই, যার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ২০১৯ সালে। ফলাফল এখনও প্রকাশ হয়নি। সিবিডি২ পরীক্ষা বাতিল সহ পরীক্ষার দাবি তুলেছে তারা।