দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ডুঁয়া ১০/১ অঞ্চলে কাজিচক, ঝাঁজিয়া, চক কল্যাণ ও আমড়াগেড়িয়া, চকহরিপুর পাঁচ থেকে ছয়টি গরীব পরিবারের পাশে দাঁড়াল 'কল্পতরু'। বৃদ্ধাদের শীতবস্ত্র বিতরণ করা হয়। কল্পতরুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিমাই শাসমল, রঞ্জিত জানা, দীপক খামরই,ফনিভূষণ পাএ, সমীর জানা।