নিজস্ব সংবাদদাতাঃ আগামী মাসে থেকেই শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-২০ ম্যাচ। নতুনভাবে গ্যালারি সাজাতে উদ্যোত হলো সিএবি। মাঠ পরিদর্শনে এদিন এসেছিলেন অভিষেক ডালমিয়া, নরেশ ওঝা, স্নেহাশিস গাঙ্গুলি, দেবব্রত দাস। জানা যাচ্ছে মাঠের আলো পরিবর্তন করা থেকে শুরু করে মিউজিক সিস্টেম সবকিছুতেই আনা হবে অত্যাধুনিকতা।