New Update
/anm-bengali/media/post_banners/njQtJEi5JZyx65RweIoi.jpg)
নিজস্ব প্রতিনিধি-কর্মক্ষেত্রে তাদের অবদানের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক প্রাপকদের অভিনন্দন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।ত্রিপুরা পুলিশ এর ইন্সপেক্টর দেবজিত ভট্টাচার্যের উদ্দেশ্যে, মঙ্গলবার আন্তরিক শুভেচ্ছা বার্তা জানান বিপ্লব কুমার দেব। ইন্সপেক্টর দেবজিত ভট্টাচার্যসহ খোয়াইয়ের পুলিশকর্মী ঠাকুর চান দাস, ধলাইয়ের মাধবী দাস, ধর্মনগরের সঞ্চিতা নাথ, শান্তিরবাজার সমর মুড়াসিং গোকুল নগরের পূর্ণিমা দেবনাথ, উত্তর ত্রিপুরার অর্পনা রানী দাস কে শুভেচ্ছা জানান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us