New Update
/anm-bengali/media/post_banners/Wci5TVBsswQiIISKelWK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নতুন করে সেজে উঠছে ইস্টবেঙ্গল মাঠ। নতুন ডাগ আউট বসানো হয়েছে মাঠে। ৫০ বছরের বেশী সময় ধরে যে ডাগ আউট ছিল তা সরিয়ে দিয়ে এই অত্যাধুনিক ডাগ আউট বসানো হয়েছে। নতুন মাঠা উদ্বোধন করলেন মহম্মদ নবি, অ্যালভিটো ডি’কুনহা, ভাস্কর গঙ্গোপাধ্যায়, মিহির বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, বিকাশ পাঁজি, সুমিত মুখোপাধ্যায়, মেহতাব হোসেনরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us