New Update
/anm-bengali/media/post_banners/Yt1znySmJQ6g0cUGNcRA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ান ওপেনের সেমি ফাইনালে নিজের নাম লেখালেন রাফায়েল নাদাল। কানাডার ডেনিশ শাপোভালবকে ৬-৩, ৬-৪, ৪-৬, ৩-৬, ৬-৩ এ হারিয়ে দেন রাফায়েল। ম্যাচ শেষে তিনি বলেন, “আমি শেষ হয়ে গিয়েছিলাম।” সেমিফাইনালে নামার আগে পুরোপুরি ২দিন তিনি বিশ্রাম পাবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us