লতা মঙ্গেশকর সম্পর্কিত গুজব থেকে বিরত থাকতে বলেছে পরিবার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
লতা মঙ্গেশকর সম্পর্কিত  গুজব থেকে বিরত থাকতে বলেছে পরিবার

নিজস্ব প্রতিনিধি-কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে।তবে তিনি আইসিইউতেই রয়েছেন। মঙ্গলবার তার পরিবার একথা জানিয়েছে।গায়িকার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে।সেখনে লেখা আছে,“লতা দিদির স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে এবং তিনি আইসিইউতে রয়েছেন।দয়া করে বিরক্তিকর গুজব ছড়ানো বা দিদির স্বাস্থ্য সম্পর্কিত এলোমেলো বার্তার শিকার হওয়া থেকে বিরত থাকুন।আপনাদের ধন্যবাদ,”।