নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক পর্যটকদের নিয়ে বড়সড় সিদ্ধান্ত ব্রিটেন সরকারের। ১১ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল ৪ টে থেকে টিকাকরণ সম্পূর্ণ হওয়া ব্যক্তিদের ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না বলেই জানিয়েছে প্রশাসন। করোনা পরীক্ষা নিয়েও যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে দিল্লির ব্রিটেন হাই কমিশন। যাদের টিকারকরণ সম্পূর্ণ হয়নি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই করোনা পরীক্ষা করাতে হবে বলেই জানা গিয়েছে। ১৮ বছররে কম বয়সীদের টিকা না নেওয়া থাকলেও তাদেরকেও ভ্যাকসিনেটেড হিসেবেই ধরে নেওয়া হবে।