New Update
/anm-bengali/media/post_banners/CYtosKOYiWn2OgZ52CvW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। এবার বিজেপিকে সংবিধান বিরোধী তকমা দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি টুইট করে বলেন, 'শোনা যায়, লখিমপুরে পুলিশ হেফাজতে থারু গোত্রের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। আগ্রার অরুণ বাল্মীকি, গাজিপুরে নরেন্দ্র পাসোয়ানের মতো অনেক ক্ষেত্রেই উত্তরপ্রদেশ সরকারের পুলিশ সংবিধান ও আইনের শাসনকে পদদলিত করে স্বৈরাচারের শাসন প্রতিষ্ঠা করেছিল।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us