/anm-bengali/media/post_banners/OY9GVg67ls62BulsSa8G.jpg)
নিজস্ব প্রতিনিধি-বলিউডের আইকন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র কে একজন সোশ্যাল মিডিয়ায় "পাগলা" বলেছে।সেই ট্রলের জবাব অতি নম্রভাবে দেন অভিনেতা।ধর্মেন্দ্র সম্প্রতি ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির ছবিতে টুইট করেছিলেন।তিনি লিখেছিলেন,"আমি তোমাকে স্যালুট জানাই নেতাজি..."জিন্দগি হ্যায় কওম কি ..তু কওম পার লুটায় জা"।" পরে অন্য একটি টুইটে তিনি যোগ করেছেন, "ধর্ম, তোমার বিশ্বাস, নিজের প্রতি তোমার বিশ্বাস তোমার জীবন বদলে দিয়েছে।নিজের মত হও" এর জবাবে, একজন ব্যবহারকারী মন্তব্য করেছিলেন, "আপ পাগল তো নাহি হো গে না? (আপনি কি পাগল হয়ে গেছেন?)" তখন অনশুমান নামে অন্য একজন ভক্ত সেই ব্যক্তি কে সম্মান দেখাতে বলেছিলেন।তখন ধর্মেন্দ্র আবার লিখেছিলেন, "কোই বাত নেহি আংশুমান ..পাগলপান সে হি জিন্দেগি মে ইনক্লাব আতা হ্যায় (কোন ব্যাপার না অংশুমান।বিপ্লব শুধুমাত্র পাগলামি থেকে আসে)"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us