নেতাজি রহস্যভেদে উদ্যোগী নয় কেন্দ্র

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নেতাজি রহস্যভেদে উদ্যোগী নয় কেন্দ্র

নিজস্ব সংবাদদাতাঃ  নেতাজি-রহস্য সমাধানে উদ্যোগী নয় মোদী সরকার। সম্প্রতি এই অভিযোগ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার তাঁরই কথার অনুরণন তৃণমূলের মুখপাত্রের । লেখা হল, ‘কেঁচো খুঁড়তে কেউটে’ বেরোনোর ভয়েই নেতাজি রহস্যভেদে আগ্রহ নেই দিল্লির।

TMC mouthpiece Jago Bangla's editorial on Netaji as first Prime Minister of  India dgtl - Anandabazar



তৃণমূলের মুখপাত্র বলেন,  নেতাজি সংক্রান্ত কোনও ফাইল প্রকাশ্যে আনার আগেই কেন্দ্রের সরকার বলে দেয়, তা স্পর্শকাতর।  ‘কেন্দ্রীয় সরকার আহাম্মক হতে পারে, ভারতবর্ষের মানুষ নন। প্রায় আশি বছর আগের ঘটনার পর পৃথিবীর মানচিত্রটাই বদলে গিয়েছে। অনেক গবেষকই বলছেন, কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর ভয়।’