New Update
/anm-bengali/media/post_banners/Zzq480jELSQGfmC1zeDZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মরশুমের দ্বিতীয় ডার্বি ২৯শে জানুয়ারি। তবে তার আগেই ইস্টবেঙ্গলের ছন্দপতন হলো। নেট দুনিয়ায় ইস্টবেঙ্গলের সমর্থকরা তাদের এই খেলায় অসন্তোষ প্রকাশ করেছে। অনেকে দায়ী করেছে বিশ্রী রক্ষণকে। আন্তেনিও পেরোসেভিচ মাঠে নামলেও তাঁকে আর সেই আগের ছন্দে দেখা যায়নি গতকাল। তার ওপর ড্যারেন সিডোয়েল-কেও আগের মতো করে খেলতে একবারেই দেখা যায়নি। সব মিলিয়েই আগের দিনের ছন্দপতনকে দায়ী করছে সমর্থকেরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us