মর্মান্তিক দুর্ঘটনায় ৭ মেডিকেলের পড়ুয়ার মৃত্যু

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মর্মান্তিক দুর্ঘটনায় ৭ মেডিকেলের পড়ুয়ার মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র। ৭ জন মেডিকেল পড়ুয়ার মৃত্যু হল এক দুর্ঘটনায়। ওয়ার্ধার এসপি প্রশান্ত হোলকার জানান, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ সেলসুরার কাছে একটি সেতু থেকে গাড়ি পড়ে বিজেপি বিধায়ক বিজয় রাহাংদালের ছেলে আভিষ্কর রাহাংদালে সহ ৭ জন মেডিকেল পড়ুয়ার মৃত্যু হয়েছে। তাঁরা ওয়ার্ধার দিকে যাচ্ছিলেন। এদিকে এই ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।