হরি ঘোষ,জামুড়িয়াঃ বাঁদর ধরতে এসে বাঁদরের কামড়ে আক্রান্ত বনদপ্তরের কর্মী। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত নিউ কেন্দা 4 নম্বর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক দিন ধরে একটি হনুমান এলাকায় স্থানীয় বেশ কয়েকজনকে কামড় দিয়েছে। এলাকায় ব্যপক আতঙ্ক ছড়ায়। বনদপ্তর-এ খবর দেওয়া হয়। আজ বনদপ্তরের কর্মীরা খাঁচা নিয়ে বাঁদরটিকে ধরতে আসে। শেষ সময় ওই বাঁদরটি অতর্কিত হামলা চালিয়ে বনকর্মী কান্ত বাউরীকে জখম করে দেয়। আহত বনকর্মী আসানসোল মহকুমার হসপিটালে চিকিৎসাধীন। অবশেষে বনকর্মীরা বাঁদরটিকে খাঁচা বন্দি করতে সমর্থ হয়। বনদপ্তর সূত্রে খবর, বাঁদরটির শারীরিক ও মানসিক পরীক্ষা করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।