নিজস্ব সংবাদদাতাঃ উত্তর প্রদেশে নির্বাচন একেবারে দোরগোড়ায়। ভোট যত এগিয়ে আসছে ততই শাসক-বিরোধী তরজায় পারদ চড়ছে রাম-রাজ্যে। এবার ভোটের আবহে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। তাঁর দাবি, গেরুয়া বসনধারী হয়ে যোগী যে আশ্রমে বাস করেন, সেটা নাকি এক বিশাল বাংলোর তুলনায় কোনও অংশে কম নয়। একের পর এক টুইটে শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।