New Update
/anm-bengali/media/post_banners/IZtpIsNlwEiq7DIiAkTM.jpg)
নিজস্ব সংবাদদাতা : আসন্ন পাঞ্জাব নির্বাচনের জন্য ২২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের নবগঠিত দল পাঞ্জাব লোক কংগ্রেস। ২২ জন প্রার্থীর মধ্যে ২ জন মাঝার, ৩ জন দোয়াবারের ও ১৭ জন মালওয়া অঞ্চলের।পাটিয়ালা থেকে প্রতিদ্বিন্দ্বিতা করবেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। প্রথম তালিকা প্রকাশের দুদিন পরেই দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হবে বলে জানিয়েছেন ক্যাপ্টেন। একই সঙ্গে পাঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোত সিং সিধুর উপদেষ্টা মোহাম্মদ মুস্তাফার বিরুদ্ধে এফআইআরের বিষয়ে বলেন, "এই লোকটির কারাগারে থাকা উচিত। আমি ভিডিওটি শুনেছি...তিনি পাঞ্জাবের শান্তি নষ্ট করার চেষ্টা করছেন।"
​
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us