নিজস্ব সংবাদদাতাঃ আজ নেতাজি জন্ম জয়ন্তীতে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়লেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তৃণমূলকে খোঁচা দিয়ে বলেন, 'নেতাজির প্রতি শ্রদ্ধা কীভাবে জানাতে হয় তা মোদীজি দেখিয়ে দিয়েছেন'। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি আরও বলেন, 'কেউ বেলা বারোটার সময় জন্মদিন পালন করেন না । দেরি করে ঘুম থেকে উঠলে এরকম হয়। প্রধানমন্ত্রী ভোর বেলা নেতাজির প্রতিকৃতিতে মালা দিয়েছেন'।