রাহুল পাসোয়ান,আসানসোলঃ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোলের গির্জা মোড়ে বিজেপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল। রবিবার আসানসোল জেলা বিজেপির উদ্যোগে এই বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। এই শোভাযাত্রায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন গির্জা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এরপর জিটি রোড হয়ে আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।