পুরসভায় সাজানো হল মেয়র সুভাষের চেয়ার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুরসভায় সাজানো হল মেয়র সুভাষের চেয়ার


নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার কটকে জন্মগ্রহণ করলেও সুভাষচন্দ্রের ছাত্রজীবন কাটে কলকাতায়। তাঁর কর্মকাণ্ডের অন্যতম সাক্ষী শহর কলকাতা। এক সময় কলকাতা পুরসভার মেয়র হয়েছিলেন সুভাষ। মেয়র থাকাকালীন নেতাজি যে চেয়ারে বসতেন, সেই চেয়ারটি এখনও রয়েছে কলকাতা পুরসভায়। এ বছর নেতাজির ১২৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ ভাবে সাজানো হয়েছে ওই চেয়ারটি। চেয়ারটি সঙ্গে রাখা হয়েছে নেতাজির একটি মূর্তি।