নিজস্ব সংবাদদাতাঃ গোয়ায় এবার একেবারে তারকা প্রচারের তালিকা তৈরি করে ফেলল তৃণমূল। একেবারে ৩০জনের নাম সম্বলিত তালিকা জমা দেওয়া হয়েছে কমিশনে। তালিকায় মমতা, অভিষেকের পাশাপাশি নাম রয়েছে জহর সরকারের। পাশাপাশি প্রচার তালিকায় নাম রয়েছে যশবন্ত সিনহা, ডেরেক ও ব্রায়েন, বাবুল সুপ্রিয়, মানস ভুঁইয়া, মহুয়া মৈত্রের।