New Update
/anm-bengali/media/post_banners/zYJaTDpm4VuZNM9iegcx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়ার অফিস টার্গেট করছে বিজেপি। পুলিশ, নির্বাচন কমিশনের সদস্যরাও কার্যালয়ে ঢুকে দলীয় কর্মীদের হেনস্তা করছে। এমনকী, তৃণমূলের পোস্টার ব্যানারও ছিঁড়ে ফেলা হচ্ছে। এই অভিযোগে নির্বাচনে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।নির্বাচন কমিশনের উদ্দেশে লেখা চিঠিতে ঘাসফুল শিবির জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ তাদের পানাজির কার্যালয়ে চড়াও হয় পুলিশ এবং নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক। যে কার্যালয়ে বসে সাংবাদিক সম্মেলন করেছেন তার পারমিশন রয়েছে কিনা জানতে চান তাঁরা। এরপর নাকি কার্যালয়ে থাকা ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এ নিয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us