নিজস্ব সংবাদদাতা : ৫৫টি আসনের মধ্যে দ্বিতীয় দফার ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী। এবারের নির্বাচনে তাদের স্লোগান, 'হর পোলিং বুথ কো জিতানা হ্যায়, বিএসপি কো সত্তা মে লানা হ্যায়'। প্রার্থী তালিকা প্রকাশের পর মায়াবতী বলেন,"আমি আশা করি দলীয় কর্মীরা কঠোর পরিশ্রম করবে এবং ২০০৭ সালের মতো বিএসপি সরকার গঠন করবে।"