New Update
/anm-bengali/media/post_banners/iQgZOv5BCZtQA0EYk5xi.jpg)
নিজস্ব প্রতিনিধি, ময়নাঃ আজ ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েত এর গোবরাদন এলাকায় এক ব্যক্তির বাড়ির পেছন থেকে বস্তাভর্তি তাজা বোমা উদ্ধার হয়। বোমাগুলি উদ্ধার করে ময়না থানার পুলিশ। তবে দফায় দফায় আবারও উত্তপ্ত ময়না বাকচা এলাকা। চলছে বোমাবাজি। বন্দুক, বোমার বালতি হাতে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us