/anm-bengali/media/post_banners/7LJTGHUbwbE3reFaQzfF.jpg)
দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ দ্বিতীয় ডোজ নিতে অনীহা ৩৫ শতাংশ মানুষজন। বেশকিছু দিন ধরে সংক্রমিতের সংখ্যা বাড়লেও গত চব্বিশ ঘণ্টায় সংক্রমণ কমেছে পশ্চিম মেদিনীপুরে। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমিতের সংখ্যা ১১৮ জন। এ পর্যন্ত মোট সক্রিয় রোগীর সংখ্যা ২২১৮। আগের থেকে সংক্রমণের সংখ্যা কমায় অনেকটা স্বস্তি। তবে তার মাঝেও স্বাস্থ্য দপ্তরের চিন্তা বাড়াচ্ছে দ্বিতীয় ডোজ না নেওয়া ৩৫ শতাংশ মানুষজন। সাধারণ মানুষের মধ্যে অনীহা দেখা দিয়েছে বলে মানছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা বলেছেন, দ্বিতীয় ডোজ নিতে এখনো প্রায় ৩৫ শতাংশ বাকি আছে। সময় পেরিয়ে যাওয়ার পরও যারা টিকা নিচ্ছেন না, তাদের বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে আশা কর্মীদের। এতে অনেকটা কাজ হচ্ছে। এদিকে দ্বিতীয় ডোজ সম্পন্ন করার লক্ষ্যে শালবনী ব্লকের আশাকর্মী, জন প্রতিনিধি, সমাজকর্মী সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করল শালবনী ব্লক প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক মনোজিৎ বিশ্বাস, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি সহ অন্যান্যরা। নেপালবাবু জানান, যারা এখনও দ্বিতীয় ডোজ নেয়নি তাদের সচেতন করে, তাদের মধ্যে যে ভুল চিন্তাভাবনা রয়েছে তা ভাঙিয়ে দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করার জন্য এই বৈঠক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us