New Update
/anm-bengali/media/post_banners/ayi73EXfGsq8lj7C1jNh.jpg)
দিগবিজয় মাহালি, ডেবরাঃ শুক্রবার দুপুরে ডেবরা ব্লকের সিংহের গড় এলাকার বালি খাদান পরিদর্শনে উপস্থিত হলেন খড়গপুর এসডিএলআরও। বহু দিন থেকে অভিযোগ ছিল ওই এলাকায় অবৈধ ভাবে নৌকা দিয়ে বালি তোলা চলছে। এমনকি সরকারের চিহ্নিত জায়গার বাইরেও বালি তোলা হচ্ছে বলে অভিযোগ ছিল। তাই শুক্রবার দুপুরে এসডিএলআরও সহ তিনটি ব্লকের বিএলআরও এবং সেচ দপ্তরের কর্মীরা উপস্থিত থেকে পুরো এলাকা পরিদর্শন করেন। তবে এলাকাবাসীদের যে অভিযোগ ছিল বালি চুরি হচ্ছে রাতের অন্ধকারে, তার কোনো সুরাহা হলো না। এতদিন ধরে সরকারের যে রাজস্ব চুরি হয়েছে তার কি ব্যবস্থা হবে তা নিয়েও কোনো সদুত্তর দিতে পারেননি আধিকারিকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us