New Update
/anm-bengali/media/post_banners/kYZr3Iue4nCtJfOYU8Oe.jpg)
রাহুল পাসওয়ান, আসানসোল : মানুষের কল্যাণে এবার রাস্তায় নেমে হরিনাম সংকীর্তন করতে দেখা গেল আসানসোল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃনমূল কংগ্রেসের প্রার্থী উৎপল সিংহকে। শুক্রবার বিকালে ডিজে বক্স বাজিয়ে, বেশ কয়েকজন সঙ্গী নিয়ে কাল্লা মোড় সংলগ্ন এলাকায় এই হরিনাম সংকীর্তন করতে করতে বেশ কিছুটা পথ অতিক্রম করেন তিনি। পথ চলতি মানুষ, বাসযাত্রীদের মধ্যে মাস্ক বিতরনও করতে দেখা যায় তাকে। এই ঘটনা প্রসঙ্গে ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভাশিষ বিশ্বাস অভিযোগ করে বলেন, ''এটা নাটক করছে। এই নাটক বেশিদিন চলতে পারে না। আমরা দলের উচ্চ আধিকারিকদের বিষয়টা জানিয়েছি।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us