/anm-bengali/media/post_banners/YwMZd6uCRneuV6SyZoHe.jpg)
নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম ঃ নন্দীগ্রাম বিধানসভার বিরুলিয়া পূর্বপল্লী বিদ্যাসাগর ক্লাবের আয়োজনে মনসা মায়ের পুজো ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী ও খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক। শোভাযাত্রার মাধ্যমে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হয়। তারপর ফিতে কেটে মনসা মন্দির উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এসে শুভেন্দু বাবু বলেন একটা খুব ক্ষতি হচ্ছে গ্রামের মেয়েরা আমায় বলছে আমরা সব ভুলে গেছি, আমি বললাম আমি গত পরশুদিন বিধানসভার গেটে দাঁড়িয়ে বলেছি সব রাজ্যে কোভিড বিধি মেনে অল্প ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে ক্লাস হচ্ছে কিন্তু পশ্চিমবাংলায় স্কুল-কলেজ বন্ধ। গরিব পরিবারের ছেলেমেয়েরা কোথায় যাবে তাদের টিউশন নেই, ল্যাপটপ নেই অনলাইন পড়াশোনা করবে কিভাবে। একটা বিরাট প্রজন্ম চাকরি না পেয়ে শেষ হয়ে গিয়েছে, ২০১৪ সালে শেষ এসএসসি হয়েছিল। আজকে সাত বছর এসএসসি হয়নি,বয়স পেরিয়ে যাচ্ছে ছেলেমেয়েদের। ২০১৭ সালের প্রাইমারিতে ৯হাজার পাস করেছে, ১লাখ ৯১ হাজার জনকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। যারা বেসিক ট্রেনিং স্কুল গুলোকে কয়েক লক্ষ টাকা দিয়েছে তাদের ভবিষ্যৎও শেষ। একটা প্রজন্ম শেষ চাকরির জন্য আরেকটা প্রজন্মকে স্কুলে না যেতে দিয়ে তাদের সব ভুলিয়ে দিয়েছে এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us