নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে কয়েকদিনে করোনায় মৃত্যু নিয়ে উদ্বেগ বেড়েছে বিশেষজ্ঞদের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃতের সংখ্যা ৩৭। এখানেই শেষ নয়, উদ্বেগ বাড়াচ্ছে আরও একটি বিষয়। পরিসংখ্যান বলছে দৈনিক করোনা মৃত্যুতে শীর্ষে এম আর বাঙুর। রাজ্যের প্রথম কোভিড হাসপাতালে গত ছ’দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।