New Update
/anm-bengali/media/post_banners/KSvZeXKQYukJr9G5jPvB.jpg)
নিজস্ব প্রতিনিধি -বিজেপি বিধায়ক হলেও ইতিমধ্যেই তিনি নিজের দলবদল এর কথা উল্লেখ করেছেন। এবং আসন্ন ২০২৩ এর ভোটে বিজেপির হয়ে লড়বেন না সে কথাও স্বীকার করেছেন এবং ইতিমধ্যেই সুদীপ রায় বর্মন এক সাক্ষাতকারে 'মুখ্যমন্ত্রী আবোল-তাবোল বলার মাস্টার' এই মন্তব্য করতেও শোনা যায় তাকে। এবং পাশাপাশি তিনি আরও বলেন, "গণতান্ত্রিক অধিকার যদি খর্ব করা হয় তাহলে মানুষ খুশি কিভাবে থাকবে? আইন-শৃঙ্খলা যদি স্বাভাবিক না থাকে, পুলিশকে যদি ঠুঁটো জগন্নাথ বানিয়ে রাখা হয় অ্যাডমিনিস্ট্রেশন কে যদি সঠিকভাবে কাজ করতে না দেওয়া হয়। এক ব্যক্তি শাসনতন্ত্র যদি বজায় থাকে এক ব্যক্তিই সবকিছু। মন্ত্রীদের কোন পাওয়ার নেই তাহলে মানুষ কি ভাবে খুশি থাকবে? উন্নয়ন কোথা থেকে হবে "। এ সমস্ত কথা তিনি ব্যক্ত করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us